ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:৪৩, ১০ ডিসেম্বর ২০২৪
টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

ফাইল ফটো

গাজীপুরের টঙ্গীতে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর বনমালা লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে টঙ্গী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। 

প্রাথমিকভাবে নিহত দুজনের নাম–পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত দুজনের একজনের বয়স আনুমানিক ৩০ বছর ও অপরজনের ১০ বছর। 

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা বলেন, “টঙ্গীর বনমালা এলাকায় কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা নিহত হন। নিহতরা রেললাইন দিয়ে হাঁটছিলেন বলে স্থানীয়রা দেখেছেন। তাদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরো বলেন, “স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ও আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী নিহত দুজন বাবা–ছেলে।”

ঢাকা/রেজাউল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়