ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপরে ছাত্রলীগের হামলা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ১৫ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৫:০০, ১৫ ডিসেম্বর ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপরে ছাত্রলীগের হামলা

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে কয়েক জন আহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভা প্রাঙ্গনে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভা চত্বরে পিঠা উৎসবে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ, হুমাইরা কবির সাদিয়া, মুখ্য সংগঠক এমডি বেলাল হোসেন বাঁধনসহ কয়েক জন। এ সময় ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের ৩০-৪০ জন সদস্য তাদের ওপর হামলা চালায়।

আরো পড়ুন:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, হত্যার উদ্দেশে পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলাকারীদের হাতে অস্ত্র ছিল। এতে কয়েক জন আহত হয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, ‘‘হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’’

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ‘‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার অভিযোগ পেয়েছি। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়