ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেট সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে বাংলাদেশি নিহত

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ২৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১০:৫০, ২৮ ডিসেম্বর ২০২৪
সিলেট সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে বাংলাদেশি নিহত

সবুজ মিয়া। ফাইল ফটো

ভারত সীমান্তের ভেতরে খা‌সিয়াদের গুলিতে সবুজ মিয়া (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। সবুজ মিয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী ভিতরগুল গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সবুজ মিয়াসহ আরো কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের এলাকায় প্রবেশ করেন। তাদের মধ্যে দ্বন্দ্বের একপর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক গাঁদা বন্দুক দিয়ে ছররা গুলি ছোড়ে। এতে সবুজ মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। গভীর রাতে সবুজের সহযোগীরা তার লাশ বাংলাদেশে নিয়ে আসেন। পরিবারের সদস্যরা লাশ পাওয়ার বিষয়টি পুলিশ ও বিজিবিকে জানিয়েছে।

আরো পড়ুন:

বি‌জি‌বি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, ‘‘এ ঘটনায় ৪ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্টের সঙ্গে কথা বলেছে বিজিবি। এ ঘটনার জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। সেই সঙ্গে অপরাধীর বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যও বলা হয়েছে।’’

ঢাকা/নূর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়