ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিবচরে প্রবাসীদের উদ্যোগে কাঠের সেতু

বেলাল রিজভী, মাদারীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ১ জানুয়ারি ২০২৫  
শিবচরে প্রবাসীদের উদ্যোগে কাঠের সেতু

মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের সরদার মাহামুদেরচর মরা আড়িয়াল খা খেয়াঘাট। যুগ যুগ ধরে এ ঘাট দিয়ে নৌকাযোগে পারাপার হতে হতো এ এলাকার মানুষের। খেয়া পারাপারে পোহাতে হতো অনেক ভোগান্তি। অবশেষে প্রবাসীদের উদ্যোগে সেই ভোগান্তির অবসান হয়েছে।

উপজেলার নিলখীর মরা আড়িয়াল খা নদে প্রবাসীদের অর্থায়ন ও স্থানীয়দের সার্বিক সহযোগিতায় কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। সেতুটি দেখতে নদের দুই পাড়ে মানুষ ভিড় করছে। 

আরো পড়ুন:

সরেজমিন দেখা যায়, মাদারীপুরের শিবচর উপজেলা ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রত্যন্ত অঞ্চল ও দুই উপজেলার সংযোগস্থল সরদার মাহমুদেরচর খেয়াঘাট। ঘাট দিয়ে খেয়া পারাপার হয়ে আশপাশের গ্রাম ও হাটবাজারে যেতে হতো দুই পারের মানুষের। অবশেষে সেই ভোগান্তির অবসান হলো প্রবাসী ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায়। নতুন বছরে গ্রামবাসী ৬০০ ফুট দৈর্ঘের একটি কাঠের সেতু নির্মাণ করেছে। সেতু পেয়ে এ এলাকার মানুষ খুশি।

এলাকাবাসীর অর্থায়নে নির্মিত কাঠের সেতুর নামকরণ করা হয়েছে ‘প্রবাসী সেতু’। এর প্রস্থ সাড়ে ৩ ফুট। কাঠা ও বাঁশ দিয়ে তৈরি সেতু নির্মাণ করতে দুই মাস সময় লেগেছে এবং ২ লাখ টাকা ব্যয় হয়েছে।

সেতুটি দেখতে আসা এলাকার বাসিন্দা হৃদয় মাহমুদ বলেন, ‘‘আমার বাড়ি নিলখীতে। মাঝে-মধ্যে আমি এ খেয়াঘাট দিয়ে পারাপার হই। পারাপারের সময় নানা দূর্ভোগ পোহাতে হয়। এই সেতু হওয়ায় আমরা খুশি। স্বল্প সময়ে এপার-ওপার পারাপার হয়ে প্রয়োজনীয় কাজ করতে পারব।’’ 

সেতুটি করে দেওয়ার জন্য তিনি প্রবাসীদের ধন্যবাদ জানান। 

আরেক বাসিন্দা রাজু আহমেদ খান বলেন, ‘‘নতুন বছরে নতুন উপহার পেলাম। এত বড় কাঠের সেতু আমি কখনও দেখিনি। আমার মনে হয় জেলার মধ্যে এত বড় কাঠের সেতু নেই। আজ উদ্বোধনের কথা শুনে সেতুটি দেখতে আসলাম।’’

নিলখী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রহিম লপ্তি বলেন, ‘‘আমাদের এলাকার যুবসমাজের উদ্যোগে ও প্রবাসীদের অর্থায়নে বিশাল এই কাঠের সেতুটি নির্মাণ করা হয়েছে। কাঠের সেতুটি নির্মাণ করায় এলাকার মানুষের উপকার হবে।’’
 

ঢাকা/বেলাল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়