বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

কুইজ প্রতিযোগিতায় এক বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া
নারায়ণগঞ্জ বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উদ্যেগে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে মদনপুর শাইরা গার্ডেনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।
বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, বন্দর থানার ওসি তরিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল, নির্বাহী সদস্য মেহেরাব সিফাত, নির্বাহী সদস্য ইব্রাহীম নিরব বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন মাকসুদ।
পরে কুইজ প্রতিযোগিতা জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ঢাকা/অনিক/মাসুদ