ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মৌমাছির কামড়ে মৃত্যু, আহত ১৬

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ২৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:৫৫, ২৫ জানুয়ারি ২০২৫
মৌমাছির কামড়ে মৃত্যু, আহত ১৬

ফরিদপুরের মধুখালীতে মৌমাছির কামড়ে শুশান্ত কুমার সাহা (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ১৬ জন। তাদের মধ্যে গুরুতর দুই জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আএমও) ডা. কবির সরদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

নিহত শুশান্ত কুমার সাহা পৌরসভার পশ্চিম গাড়াখোলা এলাকার পরিমল কুমার সাহার ছেলে।

আরএমও ডা. কবির সরদার জানান, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা এলাকায় (থানার পেছনে) একটি তেঁতুলগাছে মৌমাছির চাকে পাখি আক্রমণ করে। এ সময় মৌমাছির দল পথচারীদের ওপর আক্রমণ করে। মৌমাছির আক্রমণে পশ্চিম গাড়াখোলা এলাকায় দেবেশ দাসের ছেলে শান্ত দাস (২৫) ও নান্নু শেখের ছেলে মহাশিন শেখকে (১৭) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অসুস্থ বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

তিনি আরো জানান, হাসপাতালে আনার আগেই শুশান্ত সাহার মৃত্যু হয়। তার শরীরে অন্তত ২০ থেকে ৩০টি মৌমাছির কামড়ের চিহ্ন দেখা গেছে। তিনি মৌমাছির কামড়েই মারা গেছেন। দুই জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢাকা/তামিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়