টাঙ্গাইলে বাসচাপায় ২ জন নিহত
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৪:৪০, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ফাইল ফটো
টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় ২ জন নিহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার উপজেলার জোকারচর ১৮ নম্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘সকালে অটোরিকশাযোগে এক যাত্রী সল্লা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পেছন থেকে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ও চালক মারা যান। ঘাতক বাসটি আটক করা গেলেও চালক ও সহকারী পলাতক রয়েছেন।’’
ঢাকা/কাওছার/রাজীব