হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের চক্রান্তের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
রবিবার (১৬ মার্চ) দুপুর পৌনে ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে সমাবেশ করেন তারা। এসময় তাদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায়।
‘সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় সেখানে চুনারুঘাট থানার ওসি মো. নূর আলমের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিল।
সমাবেশে বক্তারা বলেন, জেলার ২৫ লাখ মানুষের দাবি উপেক্ষা করে হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের যে পাঁয়তারা চলছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। জনস্বার্থবিরোধী এই চক্রান্ত থেকে সরে আসার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, অনেক আন্দোলন হয়েছে। তারপরও মেডিকেল কলেজ বন্ধের দিকে যাচ্ছে বলে জানা গেছে।
বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের একরোখা সিদ্ধান্তের কারণে হবিগঞ্জবাসী মেডিকেল কলেজ হারাতে বসেছে। এ রকম সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মহাসড়ক ও রেলপথ বন্ধ করে দিয়ে সিলেট বিভাগকে দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
নাগরিক সমাজ হবিগঞ্জের আহ্বায়ক অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ, সদস্য সচিব মো. সামছুল হুদা, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. ফরিদ আহমেদ ওলি, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি শোয়েব চৌধুরীসহ অন্যরা সমাবেশে বক্তব্য দেন।
ঢাকা/মামুন/মাসুদ