ঢাকা     শুক্রবার   ১১ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৭ ১৪৩২

পিরোজপুরে বাবার সঙ্গে অভিমান করে কিশোরী নিখোঁজ

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ১০ মে ২০২৫  
পিরোজপুরে বাবার সঙ্গে অভিমান করে কিশোরী নিখোঁজ

নিখোঁজ আমেনা আক্তার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আমেনা আক্তার নামে ৭ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী চার দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে ওই ছাত্রী মা মরিয়ম বেগম ( ৮ মে) বৃহস্পতিবার মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। 

নিখোঁজ মাদ্রাসা ছাত্রী আমেনা আক্তার উপজেলার ধানীসাফা গ্রামের আল আমিন তালুকদারের মেয়ে। আমেনা আক্তার পাশের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ জুনিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী। 

মা মরিয়ম বেগম জানান, তার মেয়ে আমেনা আক্তার তেলিখালী সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আবাসিক থেকে দক্ষিণ জুনিয়া দাখিল মাদ্রাসায় লেখাপড়া করে করে। গত বুধবার ( ৭ মে)  শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়। পরে সেখান থেকে মঠবাড়িয়ার ধানীসাফায় নিজ গ্রামের বাড়িতে আসে।  বাড়িতে  বাবার সঙ্গে মনোমালিন্য হয়। পরে মেয়ে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে কোনো খোঁজ পাচ্ছি না।

নিখোঁজ আমেনা আক্তারের মামা লোকমান হোসেন জানান, তার ভাগ্নে নিখোঁজের পর থেকে তারা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছেন। গত চার দিনে সন্ধান না পাওয়ায় তার পরিবার দুশ্চিন্তার মধ্যে দিন পার করছে।  মোবাইল ফোন ব্যবহার না করায় আমেনা কোথায় কোন অবস্থায় আছে, জানতে পারছেন না। 

 মঠবাড়িয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, তাকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। 

ঢাকা/তাওহিদুল/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়