ফারাক্কা এই দেশে কারবালা তৈরি করেছে: ফরিদা আখতার
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী কলেজ মিলনায়তনে সংবাদিকদের সঙ্গে শুক্রবার বিকেলে কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার
অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “পদ্মার উজানে ভারতের দেওয়া ফারাক্কা বাঁধ বাংলাদেশে কারবালা তৈরি করেছে। পানির নায্য হিস্যা না পাওয়ার কারণে বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। নায্য হিস্যা আদায়ে সরকার তৎপর রয়েছে।”
শুক্রবার (১৬ মে) বিকেলে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপদেষ্টা। এর আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “মওলানা ভাসানী ৯০ বছর বয়সে ফারাক্কা মার্চ করেছিলেন আজকের এই দিনে। ভারতের সঙ্গে তো আমরা আবার চুক্তি করছি, চুক্তি সাইন করব। যদি ঠিকমতো পানি না পাই, তাহলে দরকার হলে আমরা এ বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাব।”
তিনি বলেন, “যে ক্লজগুলো (অনুচ্ছেদ) আছে ফারাক্কা চুক্তিতে, সেটা আমরা আদায় করার চেষ্টা করব।”
ফারাক্কা বাংলাদেশে কারবালা তৈরি করেছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, “ফারাক্কার কারণে ৬ কোটি মানুষ সরাসরি, কিন্তু পরোক্ষভাবে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। জীবন-জীবিকা, খাদ্য, মাছ, জলজ প্রাণী সবকিছু ধ্বংস হয়ে গেছে। পানি শুকিয়ে গেছে। ফারাক্কা এই দেশে কারবালা তৈরি করেছে। কাজেই এর বিচার আমরা চাইব।”
“সরকার হিসেবে আমরা চাপ সৃষ্টি করব। এই চাপ অব্যাহত থাকবে। সেভাবেই আমরা চুক্তি নবায়ন করব’ বলে যোগ করেন উপদেষ্টা ফরিদা আখতার।
ঢাকা/কেয়া/মাসুদ