কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রতীকী ছবি
কুষ্টিয়ার ভেড়ামারায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তর পাল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে ভেড়ামারা উপজেলার ১০ মাইল এলাকার কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত অন্তর পাল কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার গনেশ পালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে অন্তর পাল তার বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন। ভেড়ামারা উপজেলার ১০মাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের বহনকারী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সবাই সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক অন্তর পালকে মৃত ঘোষণা করেন।
ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম জানান, নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ঢাকা/কাঞ্চন/মাসুদ