ঢাকা     বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৬ ১৪৩২

ময়মনসিংহে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৮, ১৪ জুন ২০২৫   আপডেট: ০৯:৫১, ১৪ জুন ২০২৫
ময়মনসিংহে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত হুমায়ূন কবীর

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ছুরিকাঘাতে হুমায়ূন কবীর (২১) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামে এই হত‍্যাকাণ্ড ঘটে।  

নিহত হুমায়ূন কবীর সোনাকান্দি গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। তিনি সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক বলেন, ‘‘পূর্বশত্রুতার জের ধরে হুমায়ূনকে ছুরিকাঘাত করা হয়েছে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি করছি।’’ 

এবিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, চায়ের দোকানে বন্ধুবান্ধবের সাথে বাগবিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ড। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’’ 

এদিকে বিক্ষুব্ধ জনতা এই হত‍্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ঢাকা/মিলন/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়