কলাপড়ায় ২টি কালনাগিনী সাপ উদ্ধার, পরে অবমুক্ত
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কালনাগিনী সাপ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বসতঘর থেকে দুটি মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে। সাপ দুটি প্রাপ্তবয়স্ক এবং এর প্রতিটি দুই ফুট করে লম্বা।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দিত্তা গ্রামের জব্বার মুন্সীর বসতঘর থেকে সাপ দুটি উদ্ধার করে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। পরে দিত্তা গ্রামের সংরক্ষিত বনে সাপ দুটি অবমুক্ত করা হয়। এ সময় কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক উপস্থিত ছিলেন।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্য মাসুদ হাসান বলেন, ‘‘প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এনিমেল লাভারস অফ পটুয়াখালীর হটলাইন নম্বরে ফোন আসে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের দিত্তা গ্রামের জব্বার মুন্সীর বাড়িতে সাপ দেখতে পেয়ে স্থানীয়রা আতংকিত হয়ে পড়েছে। পরে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিকের নেতৃত্বে সেখানে গিয়ে সাপ দুটি উদ্ধার করি। সাপ দুটি কোনো ধরনের আহত না হওয়ায় অবমুক্ত করা হয়।’’
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বলেন, ‘‘কালনাগিনী সাপ আসলে মানুষের জন্য ক্ষতিকর নয়। এছাড়া বেশিরভাগ সাপই মানুষের অন্য উপকারী। আমরা না বুঝে বিষমুক্ত অনেক সাপ মেরে ফেলি। এ কাজ আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তবে যে কোনো স্থানে সাপ দেখা গেলে খবর দিলে আমরাই উদ্ধার করব। শুধু সাপ নয়, আমরা বিপদগ্রস্ত সকল প্রাণীর পাশে দাঁড়াব।’’
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, ‘‘সবাইকে বন্যপ্রাণী ধরা, বেচাকেনা ও হস্তান্তর থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। কেউ বন্যপ্রাণী বিষয়ে আইন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’’
ঢাকা/ইমরান/বকুল