ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যবহারিক নম্বর ছাড়া ফল, ৭৩ শিক্ষার্থী ফেল!

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ১৪ জুলাই ২০২৫   আপডেট: ১৭:৫৩, ১৪ জুলাই ২০২৫
ব্যবহারিক নম্বর ছাড়া ফল, ৭৩ শিক্ষার্থী ফেল!

শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ভুক্তভোগী শিক্ষার্থীরা বিক্ষোভ করেন

গাজীপুরের শ্রীপুরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ব্যবহারিক বিষয়ে নম্বর জমা না দেয়ায় পাঁচটি বিদ্যালয়ের ৭৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। 

তাদের অভিযোগ, কেন্দ্র সচিব অতিরিক্ত টাকা দাবি করে না পেয়ে ইচ্ছাকৃতভাবে ব্যবহারিক নম্বর বোর্ডে পাঠাননি। তবে কেন্দ্র সচিব সার্ভার সমস্যার কথা বলেছেন।

আরো পড়ুন:

সোমবার (১৪ জুলাই) দুপুরে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বিক্ষোভ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ কারিগরি জৈনাবাজার, পেলাইদ আদর্শ কারিগরি স্কুল, শ্রীপুর কারিগরি স্কুল ও তেলিহাটি উচ্চবিদ্যালয় থেকে মোট ৭৩ জন পরীক্ষার্থী এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেন। গত ১০ জুলাই একযোগে ফলাফল প্রকাশিত হয়। ফল প্রকাশের পর দেখা যায়, ‘অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক-২’ বিষয়ে ব্যবহারিক নম্বর না থাকায় সবাই ওই বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, ‘‘আমি ভালো পরীক্ষা দিয়েছি। লিখিত পরীক্ষায় ভালো নম্বরও পেয়েছি। কিন্তু ব্যবহারিক নম্বর না থাকায় ফেল দেখানো হয়েছে।’’ 

অন্য শিক্ষার্থী অনি অভিযোগ করেন, ‘‘আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা চাওয়া হয়েছিল। আমরা দিইনি। এখন ব্যবহারিক নম্বরই দেয়া হয়নি। আমাদের এই ক্ষতির দায় কে নেবে?’’

অভিভাবক রত্না আক্তার বলেন, ‘‘মেয়ের ফলাফল ফেল এসেছে শুনে মানসিকভাবে ভেঙে পড়েছে। আত্মহত্যার চেষ্টা করে। জানতে পেরেছি, ব্যবহারিক নম্বর পাঠানো হয়নি। এতগুলো শিক্ষার্থীর জীবন নষ্ট হওয়ার দায় কে নেবে?’’

পেলাইদ আদর্শ কারিগরি স্কুলের সুপারিনটেনডেন্ট মো. কামরুল হাসান বলেন, ‘‘এতে কেন্দ্র সচিবের গাফিলতি রয়েছে। নিরপেক্ষ তদন্তের দাবি জানাই।’’ 

এ বিষয়ে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব শাহানা পারভীন বলেন, ‘‘সার্ভারের সমস্যার কারণে নম্বর পাঠাতে দেরি হয়েছে। নম্বর বোর্ডে পাঠানো হয়েছে। আগামী ১৭ জুলাই এ বিষয়ে বোর্ড সিদ্ধান্ত জানাবে।’’ 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, ‘‘বিষয়টি আমরা জানতে পেরেছি। শিক্ষার্থীদের স্বার্থে বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’’
 

ঢাকা/রফিক/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়