ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামালপুরে পৌনে ৫ লাখ ভারতীয় ব্লেড জব্দ

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ১৬ জুলাই ২০২৫  
জামালপুরে পৌনে ৫ লাখ ভারতীয় ব্লেড জব্দ

জামালপুরে ভারত থেকে পাচার করে আনা ৪ লাখ ৭৪ হাজার ব্লেড জব্দ করেছে র‍্যাব-১৪। এ সময় দুজনকে আটক করা হয়েছে। 

বুধবার (১৬ জুলাই) সকালে জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাস থেকে এসব ব্লেড জব্দ করা হয়। এসব ব্লেডের দাম ২৩ লাখ ৭০ হাজার টাকা। 

আটক ব্যক্তিরা হলেন—জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা মাইক্রোবাসের চালক সাদ্দাম হোসেন ও পাচারে জড়িত আবুল খায়ের৷ সাদ্দাম হোসেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্য পাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে এবং মো. আবুল খায়ের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকার মো. আসাদুজ্জামানের ছেলে।

জামালপুর র‍্যাব কার্যালয়ে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম আমিনুল ইসলাম জানিয়েছেন, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় পণ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে মাইক্রোবাসে করে ঢাকায় নেওয়া হচ্ছিল৷ এ সংবাদ পেয়ে বুধবার ভোর সাড়ে ৫টায় র‍্যাবের একটি দল জামালপুর সদরের বিনন্দেরপাড়ায় চেকপোস্ট বসায়। এ সময় একটি সাদা মাইক্রোবাস চিহ্নিত করে তল্লাশি করা হয় এবং ৪ লাখ ৭৪ হাজার ব্লেড জব্দ করা হয়। এছাড়া,   মাইক্রোবাস জব্দের পাশাপাশি দুজনকে আটক করা হয়। তাদেরকে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/শোভন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়