ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কয়েলের আগুনে পুড়ল ১১ গরু, ১০ ছাগল

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ১৭ জুলাই ২০২৫  
কয়েলের আগুনে পুড়ল ১১ গরু, ১০ ছাগল

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে কয়েলের আগুন ছড়িয়ে পড়ে দুই সহোদরের ১১টি গরু, ১০টি ছাগল ও খোঁয়াড়ে থাকা হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। এতে তাদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাতে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আব্দুল কদ্দুছ ও কদর আলী নিজ বাড়িতে গবাদিপশু পালন করে আসছেন। গত রাতে গোয়াল ঘরে মশা তাড়াতে কয়েল জ্বালানো হয়েছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পুরো গোয়াল ঘর ও পাশে থাকা খোঁয়াড়ে ছড়িয়ে পড়ে। এতে দুই ভাইয়ের ১১টি গরু, ১০টি ছাগল, ৯টি হাঁস ও ৮টি মুরগি পুড়ে মারা গেছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, ‘‘বিষয়টি জানার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’’

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়