ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ১৭ জুলাই ২০২৫  
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃনগর ট্রেনের টিকিটসহ মো. কালু (৪১) নামের এক কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) আখাউড়া রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কালু ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মো. সাচ্চু মিয়ার ছেলে। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘‘কালুর কাছ থেকে আন্তঃনগর ট্রেনের পাঁচটি টিকিট পাওয়া গেছে। এসব টিকিটে ১৭টি আসন রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে টিকিট বিক্রির পাঁচ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।’’

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়