ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রংপুরে এলপিজি স্টেশনে বিস্ফোরণে প্রকৌশলীর মৃত্যু, আহত ১৫

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ১৯ জুলাই ২০২৫   আপডেট: ১৫:২৮, ১৯ জুলাই ২০২৫
রংপুরে এলপিজি স্টেশনে বিস্ফোরণে প্রকৌশলীর মৃত্যু, আহত ১৫

বিধ্বস্ত পাম্পের পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী।

ফিলিং স্টেশনের এলপিজি গ্যাস সংরক্ষণাগার ট্রাংকে বিস্ফোরণে সেলিম রেজা (৪৫) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সিও বাজার এলাকার মেসার্স আজাদ অটোফিলিং পাম্পে এই দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত সাত দিন আগে স্টেশনের একটি ট্যাংকে গ্যাস লিকেজ ধরা পড়ে। নিরাপত্তার কারণে স্টেশনটিতে সব ধরনের গ্যাস বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আজ সকালে ট্যাংকের লিক মেরামতের কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে ঘটনাস্থলেই গুরুতর আহত হন মেরামতকাজে নিয়োজিত চারজন কর্মীসহ মোট ১৫ জন। তাদের মধ্যে প্রকৌশলী সোহাগকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গ্যাস স্টেশনে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, বাসসহ অন্তত ২০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বিস্ফোরণের তীব্রতায় আশপাশের প্রায় অর্ধশত ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা যায়, ট্যাংকের লিক মেরামতের সময় ভেতরে অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম বলেন, “আজ দুপুর সাড়ে বারোটার দিকে সিও বাজারের আজাদ এলপিজি গ্যাস পাম্পের ব্রয়লারের বিস্ফোরণের ঘটনায় আমরা ঘটনাস্থলে ছুটে আসি। এখানে এসে ধ্বংসস্তূপ এলাকাগুলো দেখি। এখন পর্যন্ত এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।”

ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

রংপুর মহানগর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, “পাম্প ব্রয়লারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। ঘটনাস্থলে গিয়ে দেখি তেল সংরক্ষণাগারের ট্যাংকি বিস্ফোরিত হয়েছে। এতে পাম্পে থাকা ১৫টির বেশি প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। পাম্পে কাজ করা এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে শুনেছি। এ ঘটনায় ১৫ জনেরও বেশি লোক আহত হয়েছে। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

এই ঘটনায় পাম্প কর্তৃপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। 

রংপুর সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার সোবহান জানান, এমন ঘটনার বিষয়টি শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি এবং সেখানে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। যেহেতু রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশেই এই পাম্পটি, তাই সেখানে যেন কোনো যান চলাচল বিঘ্ন না ঘটে সে বিষয়টি খেয়াল রেখে কাজ করা চালানো হচ্ছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

ঢাকা/আমিরুল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়