সিরাজগঞ্জে ১৩ শহীদের স্মরণে ১৩ চারা রোপণ
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জুলাই গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জ জেলায় শহীদ ১৩ জনের স্মরণে ১৩টি বৃক্ষ রোপণ করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে শহরের মুক্তির সোপানে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘এক শহীদ, এক বৃক্ষ’ শিরোনামে আয়োজিত কার্যক্রমটি ছিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঘোষিত দেশের ৬৪টি জেলায় একযোগে চলমান কর্মসূচির অংশ।
কর্মসূচির শুরুতে শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলালসহ শহীদ পরিবারের সদস্যরা।
আলোচনা শেষে শহীদ পরিবারের সদস্যরা আগত অতিথিদের নিয়ে তাদের প্রিয়জনের নামে একটি করে গাছের চারা রোপণ করেন।
আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করার পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতন বার্তা দেয়া হয়েছে। শুধু তাই নয়, 'এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মৃতি যেমন সংরক্ষিত থাকবে, তেমনি দেশের প্রতিটি অঞ্চলে গড়ে উঠবে সবুজ ও টেকসই ভবিষ্যতের ভিত্তি।
জুলাই গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জ থেকে ১৩ জন শহীদ হন। এরা হলেন, সিরাজগঞ্জ পৌরসভার মাছুমপুর, দক্ষিণ পাড়ার সোহানুর রহমান রঞ্জু, কামারখন্দের জামতৈল গ্রামের শিহাব উদ্দিন, গয়লার সুমন সেখ ও আব্দুল লতিফ, মেছড়া হাটপাড়ার জাহাঙ্গীর আলম, রায়গঞ্জের লেবু ও নজরুল ইসলাম, সিরাজগঞ্জ কলেজের ছাত্র বেলকুচির শিহাব আহম্মেদ ও সিয়াম হোসেন, শাহজাদপুরের ইয়াহিয়া আলী, কৈজরির অন্তর ইসলাম, রুপপুরের সুজন মাহমুদ ও নাগরদোলার মনিরুজ্জামান।
ঢাকা/রাসেল/বকুল