ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন আরো বেড়েছে

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ২১ জুলাই ২০২৫   আপডেট: ১৫:০৫, ২১ জুলাই ২০২৫
কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন আরো বেড়েছে

ফাইল ফটো

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আরো বেড়েছে। পাঁচটি ইউনিট সচল থাকায় রবিবার (২০ জুলাই) রাত পর্যন্ত এই কেন্দ্রে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

আরো পড়ুন:

প্রকৌশলী মাহমুদ হাসান জানান, রবিবার রাত পর্যন্ত এই কেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২২০ মেগাওয়াট। এরমধ্যে ১ ও ২ নম্বর ইউনিটে  ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৪৮ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিটের প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যা জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।

তিনি আরো জানান, গত ১৪ জুলাই রাতে এই কেন্দ্রের পাঁচটি ইউনিটে ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, রবিবার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির লেভেল ছিল ৯৮.৭৮ এমএসএল (মিনস সি লেভেল)। রুলকার্ভ অনুযায়ী এসময় হ্রদের পানি থাকার কথা ৮৭.০৪ এমএসএল। কাপ্তাই হ্রদের পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

ঢাকা/শংকর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়