ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ২২ জুলাই ২০২৫  
গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে চার যুবককে আটক করে গণপিটুনি দিয়েছেন বিক্ষুব্ধ লোকজন। এ ঘটনায় শান্ত (২১) নামে এক যুবক নিহত হন। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

আরো পড়ুন:

তিনি জানান, সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তিন যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত শান্ত নরসিংদী জেলার মাধবদী এলাকার মৃত জাকের মৃধার ছেলে। আহতরা হলেন- গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর এলাকার রিফাত (২৩), বক্তারপুর ইউনিয়নের ফুলদি এলাকার রুবেল (৩০) এবং ব্রাহ্মণগাঁও গ্রামের আব্দুল্লাহ (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে পিকআপ ভ্যানে করে রামচন্দ্রপুর গ্রামে গরু চুরি করতে আসে কয়েকজন ব্যক্তি। এলাকাবাসীর ধাওয়ায় পিকআপ ভ্যান থেকে কয়েকজন পালিয়ে গেলেও চারজন ধরা পড়েন। উত্তেজিত লোকজন তাদের গণপিটুনি দেয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ শহিদুল ইসলাম বলেন, “আহতদের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। শান্তকে মৃত অবস্থায় আনা হয়। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য নিহত শান্তর মরদেহ গাজীপুর শহিদ তাহউদ্দিন আহমদ মেডিকেল কলজে হাসপতালে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।” 

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়