শায়েস্তাগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামে বজ্রপাতে মো. রেজাউল হক (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রেজাউল হক চানপুর গ্রামের মো. আমিনুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে যাচ্ছিল রেজাউল। এ সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হয় সে। এলাকাবাসীর সহায়তায় আহত কিশোরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্তি নাথ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা/মামুন/রফিক