ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে ১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ২৩ জুলাই ২০২৫  
রাজশাহীতে ১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেপ্তার মনিরুল ইসলাম ওরফে লিটন

রাজশাহীর বাঘা উপজেলা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মনিরুল ইসলাম ওরফে লিটন (৪২)। বাঘার নারায়ণপুর গ্রামে তার বাড়ি। 

গতকাল মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে বাঘার চক নারায়ণপুর পালপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর সিপিএসসির একটি দল।

 

বুধবার (২৩ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর তাকে বাঘা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/কেয়া/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়