ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির নেতারা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই পদযাত্রা শুরু করার আগে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দলটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনসহ শীর্ষ নেতারা শহীদ পরিবারের খোঁজ-খবর নিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে এনসিপির কেন্দ্রীয় নেতারা গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্রাহ্মণবাড়িয়ার যেসব মানুষ শহীদ হয়েছেন, তাদের পরিবারের সদস্য এবং ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনবিরোধী আন্দোলনে নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
দেশব্যাপী জুলাই পদযাত্রার ধারাবাহিকতায় বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় এসেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ায়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম যারা, সামান্তা শারমীনসহ কেন্দ্রীয় নেতারা।
ঢাকা/পলাশ/রফিক