ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফে ফের ভাঙছে মেরিন ড্রাইভ সড়ক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ২৬ জুলাই ২০২৫   আপডেট: ১০:৪৮, ২৬ জুলাই ২০২৫
টেকনাফে ফের ভাঙছে মেরিন ড্রাইভ সড়ক

তীব্র ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ছে মেরিন ড্রাইভ সড়ক

কক্সবাজারের টেকনাফ অংশে ফের ভাঙতে শুরু করেছে মেরিন ড্রাইভ সড়ক। সাম্প্রতিককালে সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে সাবরাং জিরো পয়েন্ট, শাহপরীর দ্বীপ ও মহেশখালীয়াপাড়া নৌ-ঘাট এলাকায় সড়কটির একাধিক অংশে ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান, জোয়ারের সময় সাগরের লবণাক্ত পানি ঢুকে পড়ছে কৃষিজমিতে, ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে গত বৃহস্পতিবার ও শুক্রবারের প্রবল ঢেউয়ে ভাঙনের মাত্রা আরও ভয়াবহ হয়ে ওঠে।

সাবরাং জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, “জোয়ারের সময় ঢেউয়ের তোড়ে মেরিন ড্রাইভের কিছু কিছু অংশ ভেঙে পড়েছে। আগে জিও ব্যাগ বসানো হলেও তা স্থায়ী সমাধান দিতে পারেনি।”

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, “সাবরাং ও শাহপরীর দ্বীপ এলাকায় ভাঙন বেশি দেখা দিচ্ছে। এর আগে বাহারছড়ার শীলখালী এলাকায় যেসব জায়গায় ভাঙন দেখা দিয়েছিল, তা মেরামত করা হয়েছে।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “মেরিন ড্রাইভ সড়কের কিছু অংশে ভাঙনের খবর পেয়েছি। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

ঢাকা/তারেকুর/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়