ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিযানে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা হাসপাতালে

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ২৬ জুলাই ২০২৫  
অভিযানে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা হাসপাতালে

কুষ্টিয়ায় অভিযানের সময় আসামির ছুরিকাঘাতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইসরাফিল আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড় সংলগ্ন ভূমি অফিসের গলিতে পলান বক্স রোডে তাকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগের নেতা হারুন ও তার ছেলে প্রণয়কে আটক করেছে পুলিশ। আটক হারুন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন:

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় এসআই ইসরাফিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে ভর্তি পুলিশ কর্মকর্তা এখন আশঙ্কামুক্ত।

ঢাকা/কাঞ্চন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়