ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে ট্রেনের যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ২৬ জুলাই ২০২৫   আপডেট: ১৬:১৯, ২৬ জুলাই ২০২৫
টাঙ্গাইলে ট্রেনের যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়

টাঙ্গাইলে রেলস্টেশনে এক নারী যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে বাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ জুলাই) দিনগত রাতে রেলস্টেশনের ঘারিন্দা এলাকায় তাকে ধর্ষণ করা হয়। শনিবার (২৬ জুলাই) সকালে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। পরে সদর থানায় তাদের হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, রেলস্টেশনের ঘারিন্দা এলাকার সজিব, দুলাল ও নুপুর। নুপুর সিএনজিচালিত অটোরিকশা চালক। ওই নারী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা। তিনি বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করেন।

আরো পড়ুন:

পুলিশ জানায়, শুক্রবার রাতে ওই নারী যাত্রী ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী ট্রেনে না উঠে ভুলক্রমে উত্তরবঙ্গগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে ওঠেন। টাঙ্গাইল রেলস্টেশনে আসার পর ট্রেনের যাত্রীদের কাছে জানতে পারেন, তিনি ভুল ট্রেনে উঠেছেন। রাত সাড়ে ১০টার দিকে তিনি এই স্টেশনে নেমে পড়েন। এ সময় স্টেশনে থাকা পুলিশের কাছে ঢাকা যাওয়ার বিষয়ে জানার পর পুলিশ তাকে জানায় যমুনা সেতু পূর্ব ইব্রাহিমবাদ রেলস্টেশন থেকে ট্রেনে ঢাকায় যাওয়া যাবে। পরে পুলিশ ওই নারীকে ট্রেনে উঠিয়ে দেয়। এ সময় কৌশলে তিন যুবক ওই নারী যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে রেলস্টেশন সংলগ্ন এলাকায় কাঠ বাগানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এরপর নুপুরের বাড়িতে নিয়ে দ্বিতীয়বার ধর্ষণ করা হয়। শনিবার (২৬ জুলাই) সকালে ওই নারী টাঙ্গাইল রেলস্টেশনে গিয়ে পুলিশকে ঘটনার বিস্তারিত জানান। পরে রেলওয়ে পুলিশ অভিযুক্ত তিনজনকে আটক করে। এই ঘটনায় ভুক্তভোগী নারী টাঙ্গাইল সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন।

টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির কনস্টেবল ইসমাইল হোসেন বলেন, ‘‘ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। পরে সদর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। আটকের পর তারা ধর্ষণের ঘটনা প্রাথমিকভাবে স্বীকার করেছেন।’’ 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, ‘‘অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’’

ঢাকা/কাওছার/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়