হুক ভেঙে আটকে আছে বগি, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের গার্ড ব্রেক বগির হুক ভেঙে বগিটি রেললাইনে আটকে আছে। এতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২৬ জুলাই) বেলা ৩টা ১০ মিনিটে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে, দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে কক্সবাজার এক্সপ্রেস।
পথে গোমদণ্ডী স্টেশন অতিক্রমের পর গার্ড ব্রেক বগির হুক ভেঙে মূল ট্রেনের সঙ্গে বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে বিচ্ছিন্ন বগিটি রেখে মূল ট্রেনটি চট্টগ্রামের দিকে রওনা হয়।
গার্ড ব্রেক বগিতে সাধারণত ট্রেন পরিচালক (গার্ড) অবস্থান করেন এবং খাবারদাবারের ব্যবস্থা থাকে। গোমদণ্ডী স্টেশনের মাস্টার মোহাম্মদ তারেক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে বিচ্ছিন্ন বগিটি সরানোর কাজ চলছে। বগি না সরানো পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ পুরোপুরি সচল হচ্ছে না।’’
এদিকে, দুর্ঘটনার কারণে চট্টগ্রাম স্টেশন থেকে বেলা ৩টা ১০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল প্রবাল এক্সপ্রেসের। তবে বিকেল ৪টা পর্যন্তও ট্রেনটি ছাড়তে পারেনি।
এ বিষয়ে চট্টগ্রাম স্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার বলেন, ‘‘উদ্ধারকারী ট্রেনের মাধ্যমে রেললাইন ক্লিয়ার না হওয়া পর্যন্ত প্রবাল এক্সপ্রেস ছাড়বে না।’’
ঢাকা/রেজাউল/রাজীব