ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ২৬ জুলাই ২০২৫  
পঞ্চগড়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ

পঞ্চগড়ে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

পঞ্চগড়ে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে শপথ অনুষ্ঠান হয়।

এ দিন ‘সমাজ গঠনে আমি শপথ করছি’— এমন অঙ্গীকারে মুখরিত ছিল অডিটোরিয়ামের হল কক্ষ। সহযোগিতায় ছিল জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

আরো পড়ুন:

অনুষ্ঠানটি ছিল দুই পর্বে বিভক্ত। প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় আয়োজনে যুক্ত হয়ে অংশগ্রহণকারীরা দেশের অন্যান্য জেলার মানুষদের সঙ্গে একযোগে শপথ পাঠ করেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে শপথবাক্য পাঠ করান মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা মৎস্য কর্মকর্তা কেএম আব্দুল হালিম, গণমাধ্যমকর্মী মোশারফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ‘‘পরিবার থেকে শুরু করে সমাজ- সর্বত্র নৈতিকতা ও দায়িত্বশীলতা ফিরিয়ে আনতে হবে। বিশেষ করে তরুণদের ইতিবাচক অংশগ্রহণে গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ।’’ 

শপথের আলোকে সমাজকে সুন্দর ও নারী, শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করারও আহ্বান জানান তারা। 

ঢাকা/নাঈম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়