ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জীবননগরে দিনমজুরকে গলাকেটে হত্যা

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ২৬ জুলাই ২০২৫   আপডেট: ১৮:৪১, ২৬ জুলাই ২০২৫
জীবননগরে দিনমজুরকে গলাকেটে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগরে মনিরুল ইসলাম ফেলা (৫০) নামে এক দিনমজুরের গলাকাটা মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার মাধবপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার হয়। পুলিশ বলছে, তদন্ত  ছাড়া হত্যাকাণ্ডের বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

আরো পড়ুন:

নিহত মনিরুল ইসলাম বালিহুদা গ্রামের মৃত দিদার মন্ডলের ছেলে। তিনি জমি কিনে মাধবপুর গ্রামে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।

এলাকাবাসী জানান, মনিরুল ইসলাম এক মাস আগে বালিহুদা গ্রাম থেকে মাধবপুর গ্রামে এসে স্ত্রী পাপিয়া খাতুনকে নিয়ে বসবাস করছিলেন। আজ দুপুরের কোনো এক সময় কে বা কারা মনিরুল ইসলামকে গলাকেটে হত্যা করে। ঘটনার সময় নিহতের স্ত্রী পাপিয়া খাতুন বাড়িতে ছিলেন না। প্রতিবেশীরা মনিরুল ইসলামের মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে জীবননগর থানায় খবর দেয়। 

জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, “ঘটনাস্থলে গেছি। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।” 

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়