ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উচ্চকক্ষে পিআর পদ্ধতি না হলে জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে ভাববে এনসিপি: নাহিদ

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ২৮ জুলাই ২০২৫   আপডেট: ১২:০৬, ২৮ জুলাই ২০২৫
উচ্চকক্ষে পিআর পদ্ধতি না হলে জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে ভাববে এনসিপি: নাহিদ

সোমবার সকালে জামালপুর জেলা পরিষদের ডাক বাংলোতে জুলাই আন্দোলনে নিহত ১১ শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গ কথা বলেন নাহিদ ইসলাম।

সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) সংসদের উচ্চকক্ষ চায়  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আর এ বিষয়ে ঐকমত্য না হলে জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে এনসিপি চিন্তা করবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। 

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় জামালপুর জেলা পরিষদের ডাক বাংলোতে জুলাই আন্দোলনে নিহত ১১ জন শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

শুধু উপদেষ্টা নয়, পুলিশ-প্রশাসনসহ অনেকে নিরপেক্ষ আচরণ করছে না বলে অভিযোগ করে নাহিদ বলেন- “জুলাই সনদের পরে নির্বাচনের কার্যক্রম শুরু হলে তখন লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টি দেখা হবে।” 

জামালপুর শহরের তমালতলা মোড় থেকে শুরু হবে এনসিপির পদযাত্রা। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারীতে গিয়ে শেষ হবে। পরে সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখবেন দলটির কেন্দ্রীয় নেতারা।

ঢাকা/শোভন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়