ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়ক অবরোধ: ফরিদপুরের সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৩:০২, ৯ সেপ্টেম্বর ২০২৫
সড়ক অবরোধ: ফরিদপুরের সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

ফরিদপুরে দুইটি মহাসড়কের কয়েকটি স্থানে সোমবার সকালে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-ভাঙ্গা-খুলনা এবং ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। ফলে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শত শত মানুষ ভাঙ্গা উপজেলার পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন। তারা গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে শুরু করেন। এই দুই মহাসড়কে আটকা পড়েছে অসংখ্য যানবাহন।

আরো পড়ুন:

আন্দোলনকারীরা তাদের মূল দাবি তুলে ধরে বলেছেন, ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা দুইটি ইউনিয়ন যেন ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে আনা হয়। তা না হলে ভাঙ্গা উপজেলাকে নিয়ে গঠিত ফরিদপুর-৫ আসনটি পুনরায় চালু করতে হবে। তাদের দাবি পূরণ না হওয়া অবরোধ কর্মসূচি চলবে। 

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড ও হামিরদী বাসস্ট্যান্ডসহ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন স্থানীয়রা। এছাড়া, ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। ফলে মহাসড়কের সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে।”

ঢাকা/তামিম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়