ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিরোজপুরে চীন মৈত্রী সেতুতে পিকআপের ধাক্কা, ভেঙে গেছে রেলিং

পিরোজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ৩০ সেপ্টেম্বর ২০২৫  
পিরোজপুরে চীন মৈত্রী সেতুতে পিকআপের ধাক্কা, ভেঙে গেছে রেলিং

পিরোজপুরের কাউখালীতে বেকুটিয়া অষ্টম চীন মৈত্রী সেতুতে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্রিজের রেলিংয়ের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে জোরে ধাক্কা দেয়। এতে ব্রিজের রেলিংয়ের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই গাড়িটি ফেলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যান।

আরো পড়ুন:

এ ঘটনায় সেতুটি ব্যবহারকারী সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার কারণে যাতায়াতে শঙ্কা দেখা দিলেও আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিজের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে।

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, “অষ্টম চীন মৈত্রী সেতুর কাউখালীর অংশে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্রিজের রেলিং ভেঙে গেছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যান ফেলে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। ভাঙ্গা অংশ সিলগালা করে মেরামতের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, “অষ্টম চীন মৈত্রী সেতুর কাউখালী অংশে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্রিজের রেলিং ভাঙার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে কেউ হতাহত হয়নি। তবে গাড়ি ফেলে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/তাওহিদুল/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়