ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে ৭ দাবিতে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ৮ অক্টোবর ২০২৫   আপডেট: ১২:৪৪, ৮ অক্টোবর ২০২৫
গাজীপুরে ৭ দাবিতে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের অবস্থান কর্মসূচি

কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিত করাসহ সাত দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। 

আরো পড়ুন:

গাজীপুর জেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী সংস্থা ও জাতীয় বধির ঐক্য পরিষদের যৌথ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

দাবিগুলো হলো- আমাদের সংস্থা ও সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপনে একখণ্ড সরকারি ভূমি বরাদ্দ। ভবঘুরে ও দরিদ্র বধিরদের জন্য কর্মসংস্থান এবং আবাসন নির্মাণ। বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের সামাজিক নিরাপত্তা, সার্বিক সাহায্য সহযোগিতা নিশ্চিত এবং আক্রান্ত ভুক্তভোগী সদস্যদের জন্য আইনগত সেবা প্রদান।

ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ ও ভিজিএফ কার্ড ইস্যু এবং জিআর চাল বরাদ্দ। তাদের যাতায়াত সুবিধার্থে লোকাল ও গণ পরিবহনে হাফ ভাড়ার ব্যবস্থা করা। ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনে তফসিল ব্যাংক থেকে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান। জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে আসন্ন ঢাকায় মহাসমাবেশে ১৫ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপির প্রতি সমর্থন ও অনুষ্ঠানে অংশগ্রহণের সার্বিক নিরাপত্তা প্রদান।

গাজীপুর জেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম রুবেল স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, ‍“আমাদের জেলায় অসংখ্যা শ্রবণ প্রতিবন্ধী বধির জনগোষ্ঠী রয়েছে। তাদের জন্য রাষ্ট্রিয় কোন উল্লেখযোগ্য সহায়তা, অনুদান পদক্ষেপ নিতে দেখা যায় না বললেই চলে। তাদের আর্থ সামাজিক ও পুনর্বাসন লক্ষ্য এবং ন্যায্য মৌলিক অধিকার নিশ্চিতে ৭ দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হলো।” 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়