ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘নির্বাচন প্রলম্বিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা ওৎ পেতে আছে’ 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২২ অক্টোবর ২০২৫  
‘নির্বাচন প্রলম্বিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা ওৎ পেতে আছে’ 

টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের জেলা শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘‘জাতীয় নির্বাচন প্রলম্বিত করতে দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা ওৎ পেতে আছে। আমরা অন্তর্বর্তী সময় পার করছি। গণতন্ত্রের যাত্রায় ফেরত যেতে চাই। এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জাতীয় সংসদ নির্বাচন।’’

বুধবার (২২ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের জেলা শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আরো পড়ুন:

আহমেদ আযম খান বলেন, “সেই নির্বাচনের মধ্য দিয়ে হবে স্বাধীন জাতীয় সংসদ ও গণতান্ত্রিক সরকার। কিন্তু নির্বাচন কেন্দ্র করে দেশি-বিদেশি চক্র বারবার সক্রিয় হয়েছে। গত ১৪ মাসে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক ষড়যন্ত্র আমরা পার করে এসেছি। তারপরও তারা বারবার নির্বাচন পিছিয়ে দিতে চেষ্টা করছে।’’ 

তিনি আরো বলেন, ‘‘এখন কিছু রাজনৈতিক দল একদিকে প্রার্থীদের মাঠে নামিয়েছে, ভোট চাইছে; অন্যদিকে রাস্তায় আন্দোলন করছে। এই দ্বিচারিতা গণতন্ত্রের সহায়ক নয়। আপনারা যদি আন্দোলনের নামে নির্বাচন ব্যাহত করেন, এর দায় আপনাদেরই নিতে হবে।’’ 

সবাইর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘আসুন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। নির্বাচনে জনগণ যাকে পছন্দ করবে, যাকে ভালোবাসবে; তাকেই ভোট দেবে। এই নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ।’’ 
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম। এ অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ প্রমুখ।

ঢাকা/কাওছার/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়