নেত্রকোণায় মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২
নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
হারেছ আলী ও সুলতান মিয়া
নেত্রকোণার আটপাড়া উপজেলার পুখলগাও গ্রাম থেকে রাজন মিয়া (২৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে উপজেলার পুখলগাও গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- পুখলগাও গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে সুলতান মিয়া (৩০) এবং মৃত হাসেন আলীর ছেলে হারেছ আলী (৪৪)।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “তথ্য প্রযুক্তির সহায়তায় দুইজনকে শনাক্ত করা হয়েছে। নিহত রাজন ও আটক দুইজন একই সময়ে ঘটনাস্থলে ছিলেন। আজ গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।”
গত মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পুখলগাও গ্রামের একটি পরিত্যক্ত গুদামের পাশের পুকুর থেকে রাজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রাজন উপজেলার দেশীউড়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি স্বরমুশিয়া ইউনিয়নের দুর্গাশ্রম চৌরাস্তা মোড়ে একটি চায়ের দোকান চালাতেন। গত রবিবার (১৯ অক্টোবর) সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন।
ঢাকা/ইবাদ/মাসুদ