ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুর্গাপুরে ২৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ২৬ অক্টোবর ২০২৫  
দুর্গাপুরে ২৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার

নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় ২৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার ফান্দা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

রবিবার (২৬ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোণা ৩১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম কারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারমারী বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল শনিবার রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে ফান্দা এলাকায় গিয়ে মালিকবিহীন ২৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজিবির এই কর্মকর্তা বলেন, জব্দর করা ফেনসিডিল পরবর্তী সময়ে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। তবে এর সঙ্গে জড়িত মাদক কারবারির কাউকে আটক করা সম্ভব হয়নি।

সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ঢাকা/ইবাদ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়