ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উখিয়ায় ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ২৮ অক্টোবর ২০২৫  
উখিয়ায় ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবির সদস্যরা।

কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার পশ্চিম দরগাহ বিল কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করা হয়।  

আরো পড়ুন:

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম ইয়াবা উদ্ধারের তথ্য জানিয়েছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।  

তিনি আরো জানান, গত ৬ মাসে জেলার বিভিন্ন অভিযানে ১৩ লাখ ৪১ হাজার ১৩৫ পিস ইয়াবাসহ প্রায় ৪০ কোটি ২৪ লাখ ৮৫ হাজার টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। একই সময়ে ১০ কোটি ৫৪ লাখ টাকার সিগারেট, গরু, সার, সিমেন্ট, প্রসাধনী, ঔষধ, জ্বালানি তেল, হার্ডওয়্যার ও রশদ সামগ্রীসহ বিভিন্ন চোরাচালান পণ্যও আটক করা হয়েছে। সব মিলিয়ে ৬ মাসে ৫০ কোটি ৭৯ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার এবং ৯৫ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা। 

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়