নেত্রকোণায় বাসচাপায় অটোরিকশাচালক নিহত
নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নেত্রকোণায় বাসচাপায় ইয়াসিন মিয়া (২১) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ঠাকুরাকোণায় এই দুর্ঘটনা ঘটে।
ইয়াসিন মিয়া ঠাকুরাকোণা গ্রামের ওয়ারেছ মিয়ার ছেলে। নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোণার কলমাকান্দা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা সাগরিকা নামের একটি যাত্রীবাহী বাস ঠাকুরাকোণা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশারচালক ইয়াসিন মারা যান।
ওসি বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’
ঢাকা/ইবাদ/রাজীব