গাজীপুরে মহাসড়কে উল্টে পড়েছে ট্রাক, যানজটে দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
কালিয়াকৈর বাজারের পাশে বংশাই ব্রিজের কাছে বৃহস্পতিবার সকালে উল্টে যাওয়া ট্রাক রেকারের সাহায্যে উদ্ধারের চেষ্টা করে হাইওয়ে পুলিশ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে বালু ভর্তি একটি ট্রাক উল্টে গেছে। এ ঘটনায় মহাসড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বর্তমানে সড়কের এক লেনে গাড়ি চলাচল করছে।
এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ জানায়, গাজীপুর মহানগরের কড্ডা বালু মহাল থেকে আজ সকালে বালু নিয়ে টাঙ্গাইল শহরে যাচ্ছিল একটি ট্রাক। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাজারের পাশে বংশাই ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। ফলে ট্রাকের ইঞ্জিনের অংশ ছিটকে পড়ে। এ কারণে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলকারীরা। হাইওয়ে পুলিশ রেকার নিয়ে ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছে। পুলিশ সড়কের এক লেনে যানবাহন সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ট্রাকের চালক আবু বক্কর সিদ্দিক জানান, তিনি ট্রাকটি নিয়ে টাঙ্গাইল যাচ্ছিলেন। বংশাই ব্রিজের কাছে পৌঁছালে চাকা ফেটে ট্রাকটি উল্টে যায়। তিনি অক্ষত আছেন।
কোনাবাড়ি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাওগাতুল আলম বলেন, “গাজীপুরে মহাসড়কে উল্টে পড়েছে ট্রাক। ঘটনাস্থলে দুইটি রেকার পাঠানো হয়েছে। তারা বিকল হওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। সড়কের এক লেনে যানবাহন চলাচল করছে। কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।”
ঢাক/রেজাউল/মাসুদ