ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপি প্রার্থীর শোডাউনে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই নেতা নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ৭ নভেম্বর ২০২৫   আপডেট: ২১:০৬, ৭ নভেম্বর ২০২৫
বিএনপি প্রার্থীর শোডাউনে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই নেতা নিহত

ওমর ফারুক ও ফরিদুল ইসলাম। ফাইল ফটো

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের নির্বাচনী শোডাউনে যাওয়ার পথে ট্রাকচাপায় কৃষকদলের ২ নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের রায়গঞ্জের ঘুড়কা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহতরা হলেন- উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই গ্রামের মৃত বিরু শেখের ছেলে ওমর ফারুক। তিনি ৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের দপ্তর সম্পাদক ছিলেন। অপরজন একই গ্রামের আকবর আলীর ছেলে ফরিদুল ইসলাম। তিনি একই ওয়ার্ডের কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের নির্বাচনী শোডাউনে যোগ দিতে মোটরসাইকেলযোগে সলঙ্গায় যাচ্ছিলেন দুই নেতা। ঘুড়কা এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওমর ফারুক মারা যান। হাসপাতালে নেওয়ার পরে মারা যান ফরিদুল ইসলাম।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘‘ট্রাকচাপায় দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।’’

ঢাকা/রাসেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়