শেরপুরে সড়ক দুর্ঘটনায় জেলা এনসিপি আহ্বায়কের কন্যার মৃত্যু
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
এনসিপি জেলা আহ্বায়ক প্রকৌশলী মো. লিখন মিয়ার মেয়ে আয়রা মনি।
শেরপুরে সড়ক দুর্ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা আহ্বায়ক প্রকৌশলী মো. লিখন মিয়ার তিন বছরের কন্যা আয়রা মনি নিহত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে শেরপুর পৌরসভার নওহাটা খোয়ারপাড়-জেলখানা মোড় সড়কের বিসিক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শুক্রবার রাত ১০টায় সদর উপজেলার আন্ধারিয়া সুতিরপাড় গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় জেলা বিএনপি থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন। এছাড়াও শেরপুর-১ আসনের বিএনপি মনোনিত প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াংকা তার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খরব নেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে প্রকৌশলী লিখন মিয়ার স্ত্রী নওহাটার ভাড়া বাসা থেকে রাস্তার পাশে থাকা ডাস্টবিনে ময়লা ফেলতে যান। এসময় তার অজান্তে শিশু কন্যা আয়রা মনি পিছু পিছু রাস্তায় চলে যায়। হঠাৎ বিপরীতমুখী সিএনজি ও মাইক্রোবাসের মাঝে পড়ে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় শিশুটি।
দুর্ঘটনার পর গাড়ি দুটি দ্রুত পালিয়ে যায়, ফলে গাড়িটি আটক করা সম্ভব হয়নি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আয়রা মনিকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
এ ব্যাপারে তার বাবা ইঞ্জিনিয়ার লিখন মিয়া বলেন, “আমি দেশের মানুষের মুক্তির জন্য জীবন উৎসর্গ করে সরকার পতনের আন্দোলনে নিজেকে নিয়োজিত করেছি। পরিবারের দিকে সময় দেওয়ার ফুসরত আমার কম ছিল। মানুষের নানা সমস্যা নিয়ে কাজ করতে করতে আমার জীবন থেকে আমার মেয়ে হারিয়ে গেল। আমি মানুষের মধ্যেই আমার মেয়েকে খুঁজব। আমার মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, “সড়ক দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। আমরা ঘাতক গাড়ির চালককে খুঁজে বের করার চেষ্টা করছি। তাকে আইনের আওতায় আনা হবে।”
ঢাকা/তারিকুল/এস