নেত্রকোণায় এনসিপি নেতার বাড়ির গেটে অগ্নিসংযোগ
নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগের বাড়ির ফটকের সামনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। রবিবার (৯ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার গজিনপুর এলাকায় ঘটনাটি ঘটে। রাজনৈতিক বিরোধের জেরে অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করেছেন প্রীতম সোহাগ।
প্রীতম সোহাগ জানান, রাত ১২টার দিকে কে বা কারা তার বাড়ির গেটের সামনে আগুন লাগিয়ে যায়। আগুনে ফটকের পাশে থাকা বৈদ্যুতিক কার্ড মিটার পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, আগুন কিছুক্ষণের মধ্যেই নিভে যায়।
তিনি বলেন, “রাতে আমি ও আমার স্ত্রী বাড়ি ফিরে গেট বন্ধ করে ঘুমিয়ে পড়ি। আজ সোমবার (৯ নভেম্বর) সকালে জানতে পারি, সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে একটি গ্যাস লাইটার পাওয়া গেছে। আমার চাচাতো ভাই রাত সাড়ে ১২টার দিকে দেখেছেন, একটি মোটরসাইকেলে তিনজন আমার বাড়ির দিক থেকে বের হয়ে যাচ্ছে। ধারণা করছি, তারাই ঘটনার সঙ্গে জড়িত।”
রাজনৈতিক প্রতিপক্ষ এমন কাজ করে থাকতে পারে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, “আমার বিরোধীরা রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে এখন আতঙ্ক সৃষ্টি করতে এমন ন্যক্কারজনক কাজ করছে। আমি আন্দোলনের রাজনীতিতে ভয় পাই না। যারা এ কাজ করেছে, তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজি শাহনেওয়াজ বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/ইবাদ/মাসুদ