ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় গৃহায়ন কর্তৃপক্ষের অফিসে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ২৫ নভেম্বর ২০২৫  
খুলনায় গৃহায়ন কর্তৃপক্ষের অফিসে দুদকের অভিযান

কর্মকর্তা-কর্মচারীর ঘুষ বাণিজ্য, গ্রাহক হয়রানি এবং অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) খুলনা বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।

আরো পড়ুন:

সহকারী পরিচালক রকিবুল ইসলাম জানান, একজন সেবাগ্রহীতার একটি ফাইল আড়াই মাস ধরে  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) খুলনা বিভাগীয় কার্যালয়ে আটকে রাখার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একজন কর্মকর্তা এবং বেশ কয়েকজন কর্মচারীর ব্যক্তিগত ফাইল জব্দ করা হয়েছে।

জব্দকৃত ফাইলগুলো যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। 

ঢাকা/নুরুজ্জামান/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়