সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত ভবন থেকে তাকবির হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার বউবাজার ওয়াদা কলোনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাকবির হোসেন ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে তাকবির বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। বুধবার সকালে তার মোবাইলে কল করলে রিসিভ করেননি। পরে একটি অপরিচিত নম্বর থেকে তাদের কাছে ফোন আসে। এ সময় তাকবির হোসেনকে মুক্তিতে ৪০ হাজার টাকা দাবি করা হয়। বিকেলে স্থানীয়দের মাধ্যমে পরিত্যক্ত ভবনে মরদেহ পড়ে থাকার খবর পান স্বজনেরা। পরে গিয়ে দেখেন, সেটি তাকবিরের।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, মুক্তিপণ না পেয়ে তাকবিরকে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’’
ঢাকা/অনিক/রাজীব