ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ১ ডিসেম্বর ২০২৫  
নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

নীলফামারীর সৈয়দপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে আনোয়ারুল হক (৪০) ও ছামিউল ইসলাম (৩০) নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়াউদ্দিন মাহমুদ এই রায় দেন।

আরো পড়ুন:

দণ্ডপ্রাপ্ত আনোয়ারুল হক উপজেলার কামারপুকুর ইউনিয়নের কাঙ্গালপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে এবং ছামিউল ইসলাম একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ আগস্ট রাতে নিখোঁজ হন কামারপুকুর ইউনিয়নের কিসামত গ্রামের আবেদ আলীর মেয়ে আকলিমা খাতুন। পরদিন বাড়ির অদূরে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা মমতাজ বেগম বাদী হয়ে সৈয়দপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তের একপর্যায়ে আনোয়ারুল হক ও ছামিউল ইসলামকে গ্রেপ্তার করলে তারা আকলিমাকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করেন।

নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/সিথুন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়