ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে ট্রেন বিকল, সাময়িক অচলাবস্থা

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৯:১৯, ৬ ডিসেম্বর ২০২৫
গাজীপুরে ট্রেন বিকল, সাময়িক অচলাবস্থা

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী যাত্রীদের ভাষ্য অনুযায়ী, বিকেল ৪টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি কাওরাইদ রেলস্টেশন অতিক্রম করার পর যাত্রা শুরুর মুহূর্তে ইঞ্জিন অংশে অস্বাভাবিক শব্দ হয়। মুহূর্তের মধ্যে গতি কমতে থাকে ট্রেনটির। এ সময় ইঞ্জিন থেকে বের হওয়া তেল বা মোবিলের ছিটা যাত্রীদের গায়ে লাগলে ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদে নামার চেষ্টা করেন।

আরো পড়ুন:

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম জানান, আকস্মিক ইঞ্জিন ত্রুটির কারণে ট্রেনটি আটকে পড়ে এবং রেলপথে যোগাযোগ সাময়িকভাবে স্থগিত হয়। দ্রুত বিকল্প ইঞ্জিনের ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ইঞ্জিন বিকলের প্রভাবে আশপাশের একাধিক স্টেশনে যাত্রীবাহী ট্রেন থামিয়ে রাখা হয়েছে। শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছে। 

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি ভিত্তিতে মেরামত ও বিকল্প ব্যবস্থার কাজ চলমান রয়েছে। সমস্যা সমাধান হলে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে।

ঢাকা/রফিক/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়