গোপালগঞ্জে এজেন্ট ব্যাংকসহ চার ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক রাতে দুইটি এজেন্ট ব্যাংকসহ চার ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংকের চারটি স্বাক্ষরিত ১৪ লাখ টাকার চেক এবং ব্যবসা প্রতিষ্ঠানের নগদ ২৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার ওয়াপদা হাটবাজারে সিটি ব্যাংক এজেন্ট, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট, নাদিরা ইলেক্ট্রনিক্স ও মেসার্স ফারিয়া এন্টারপ্রাইজে এই চুরির ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক মো. মামুন বলেন, ‘‘গভীর রাতে ওই বাজারে একটা পিকআপ এসেছিল। পিকআপের লোকজন বাজারে চাকা মেরামত করছিল। পরে সুযোগ বুঝে চক্রটি সাটারের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ব্যাংকের ১৪ লাখ টাকার চেক এবং ব্যবসা প্রতিষ্ঠানের নগদ ২৫ লাখ টাকার মালামল চুরি করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।’’
সিটি ব্যাংকের এজেন্ট সঞ্জিত হালদার বলেন, ‘‘আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাঁচ লক্ষাধিক টাকার মোবাইল কার্ড এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজ চুরি হয়ে গেছে।’’
ফারিয়া এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলাম বলেন, ‘‘আমার দোকানে থাকা ১৪ লাখ টাকার স্বাক্ষরিত ব্যাংকের চেকসহ নগদ অর্থ চুরি হয়েছে।’’
ওয়াবদারহাট বাজারে দায়িত্বে থাকা নৈশপ্রহরী সমর আলী বলেন, ‘‘গভীর রাতে বাজারে একটা পিকআপ এসেছিল। পিকআপ আসার পরে পিকাপে থাকা লোকজন পিকআপটির চাকা মেরামত করছিল। আমি ভেবেছি, পিকআপটি নষ্ট হয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আমি ঘুমিয়ে পড়ি। এরপর কী হয়েছে আমি বলতে পারব না।’’
ওয়াবদারহাট বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মহিন বলেন, ‘‘বাজারে নৈশপ্রহরী থাকা সত্ত্বেও চুরির ঘটনাটি আমাদের ভাবিয়ে তুলেছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। আশাকরি প্রশাসন তদন্ত করে দ্রুত প্রকৃত চোরদের আইনের আওতায় আনবে।’’
ঢাকা/বাদল//