ঢাকা     শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিজের নির্বাচনি ব্যানার-ফেস্টুন পোড়ালেন স্বতন্ত্র প্রার্থী রায়হান

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ১২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:২৫, ১২ ডিসেম্বর ২০২৫
নিজের নির্বাচনি ব্যানার-ফেস্টুন পোড়ালেন স্বতন্ত্র প্রার্থী রায়হান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুফতি রায়হান জামিল গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী নিজের নির্বাচনি প্রচারের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করে সেগুলো আগুনে পুড়িয়েছেন।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ফরিদপুরের চর ভদ্রাসনের গোপালপুর ঘাটে নিজস্ব উদ্যোগে এ দৃষ্টান্তমূলক কাজ করেন তিনি। 

তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনি ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণের বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিজের নির্বাচনি প্রচার সামগ্রী অপসারণ করে আগুনে পুড়িয়ে ফেলেন রায়হান জামিল।

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেছেন, “নির্বাচন কমিশনের প্রতি যথাযথ সম্মান রেখে তাদের নির্দেশনা মানতেই আমি আমার সব নির্বাচনি ব্যানার ও ফেস্টুন নিজ হাতে সরিয়ে ফেলেছি। পরিবেশদূষণ ঠেকাতে এবং জনগণের সামনে একটি ইতিবাচক উদাহরণ স্থাপন করতে আমি সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি।”

এ ঘটনাটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকে এ উদ্যোগকে নির্বাচন কমিশনের বিধি-বিধান মানার ক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

ঢাকা/তামিম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়