ঢাকা     শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিশোরগঞ্জ-৩

মনোনীত প্রার্থী নিষ্ক্রিয়, তার বদলে নিজে মনোনয়ন দাবি করলেন বিএনপি নেতা

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ১২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:৩২, ১২ ডিসেম্বর ২০২৫
মনোনীত প্রার্থী নিষ্ক্রিয়, তার বদলে নিজে মনোনয়ন দাবি করলেন বিএনপি নেতা

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে এমপিপ্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। কিন্তু তার বিরুদ্ধে প্রচার-প্রচারণায় নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন আরেক মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা। একইসঙ্গে বয়সের কারণে ওসমান ফারুক শারীরিক ও মানসিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারছেন না বা অক্ষম হয়ে পড়েছেন বলেও দাবি করেন তিনি। এ অবস্থায় জাহাঙ্গীর মোল্লা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের পরাজয় ঠেকাতে তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। 

শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় কিশোরগঞ্জ জেলা শহরের একটি হোটেলের সম্মেলনে কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি করেন তিনি।

এ সময় জাহাঙ্গীর আলম মোল্লা বলেন, ‘‘এক এগারোর কালো অধ্যায়ের সময় ড. এম ওসমান ফারুকের বিতর্কিত ভূমিকা নেতাকর্মীদের হতাশ করেছিল। এ কারণে পরের নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। পরে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে প্রবাসজীবনে নেতাকর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। দলের কঠিন সময়েও তিনি দলের কোনো পর্যায়ে ভূমিকা রাখেননি। সম্প্রতি মনোয়ন পাওয়ার পর তিনি মাত্র ছয়দিন এলাকায় ছিলেন। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তিনি কোথাও যেতে পারেন না। নেতাকর্মীদের চিনতে পর্যন্ত পারেন না। এভাবে চলতে থাকলে এ আসনে বিএনপি নিশ্চিত পরাজয়ের মুখে পড়বে। কাজেই এ মনোনয়ন পরিবর্তন করতে হবে। তার পরিবর্ততে আমাকে মনোয়ন দেওয়া হলে আমি নিশ্চিত এ আসনে বিএনপি জয়ী হবে।’’

সংবাদ সম্মেলন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিউজ্জামান, জেলা যুবদল নেতা রুহুল আমিন খসরু, বিএনপি নেতা শাহ হেদায়েত উল্লাহ, তাজুল ইসলাম, আজিজুর রহমান, ইসমাইল সিরাজী প্রমুখ। 

ঢাকা/রুমন//

সর্বশেষ

পাঠকপ্রিয়